Skip to main content
Thumbnail for প্রতিশোধ : Protishodh [electronic resource]

প্রতিশোধ : Protishodh [electronic resource]

রফিক, রেশমী2021
eBook
চোখ মেলে প্রথমে কিছুই দেখতে পেল না পিউ। চারদিকে নিকষ কালো অন্ধকার। কোথাও আলোর চিহ্নমাত্র নেই। কোথায় সে? কী হয়েছিল ওর? সে কি ঘুমিয়ে পড়েছিল? চারদিকে এমন অন্ধকার কেন? ইলেকট্রিসিটি কি এখনো আসেনি? আইপিএসটাই বা চলছে না কেন? আশপাশে কোনোরকম শব্দ নেই। নিচতলা থেকেও কোনো শব্দ শোনা যাচ্ছে না। চারদিকটা একদম নির্জন হয়ে আছে। বাসায় কি কেউ নেই? সবাই কি ওকে ফেলেই চলে গেল হলুদের অনুষ্ঠানে? গলা চড়িয়ে বুয়াকে ডাকতে চাইলো পিউ। মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, এমনকি নড়তেও পারছে না! খানিকটা নড়াচড়া করে বুঝতে পারলো, হাতলওয়ালা একটা চেয়ারে বসে আছে সে। দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে হাতদুটো। অনেক চেষ্টা করেও হাত নড়াতে পারছে না। পা দুটোও চেয়ারের পায়ার সাথে শক্ত করে বাঁধা, এমনকি মুখটাও বাঁধা! যতোই চিৎকার করছে, ততোই চিৎকারের বদলে মুখ দিয়ে কু কু শব্দ বের হচ্ছে। ভয় পেয়ে গেল পিউ। কী হচ্ছে এসব! কে ওকে এভাবে বেঁধে রেখেছে? কোথায় আছে এখন? নিজের বাসায়, নাকি অন্য কোথাও? মাথাটা ঘুরিয়ে চারপাশে তাকালো সে। চারদিকে এতো বেশি অন্ধকার যে কিছু দেখতে পাবার উপায় নেই। চোখটাও কি বাঁধা? নাহ্...চোখ বাঁধা নেই। পলক ফেলতে পারছে অনায়াসে। বাঁধা থাকলে তো পলক ফেলতে পারতো না। আরো একবার হাত নাড়লো সে। কিছুতেই নড়াতে পারলো না। এমন শক্ত করে বাঁধা যে একটু নড়াচড়া করলেই দড়িটা শক্ত হয়ে চেপে বসছে চামড়ার ওপর।কিছুক্ষণ চেষ্টা করে হাল ছেড়ে দিলো পিউ। খুব ক্লান্ত লাগছে, যেন কতোকাল ঘুমোয়নি। মাথাটাও কেমন ঝিমঝিম করছে। এতোক্ষণে তার মনে পড়েছে, পেছন থেকে কেউ একজন মুখ চেপে ধরেছিল। তারপর আর কিছু মনে নেই। কে মুখ চেপে ধরেছিল? এভাবে বেঁধে রেখেছেই বা কেন? তবে কি কেউ তাকে কিডন্যাপ করেছে? কে করেছে? বাড়িভর্তি মানুষের চোখ এড়িয়েই বা কীভাবে কিডন্যাপ করলো? নিচতলায় তো অনেক মানুষ ছিল। তাদের চোখ এড়িয়ে দোতলায় পা দেয়া ...
Imprint:
[Place of publication not identified] : ইবাংলা প্রকাশনী, 2021
Collation:
1 online resource (1 text file)
ISBN:
9798201144333
Language:
English
BRN:
4224936
View my active saved list
0 items in my active saved list